শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় জানান, অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম বেশি রাখায় খালেক ষ্টোরের মালিককে ১০ হাজার টাকা, বাবুল প্যাদাকে ১৫ হাজার টাকা ও বশির ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যহত থাকবে।