বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
বরিশাল নগরের রুপাতলী হাউজিং এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো ওই ভবনের বাসিন্দা মোঃ রাসেল হাওলাদার ও রাসেল খান।
রোববার (১৫) মার্চ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়ন্দা (ডিবি) শাখার সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার।
এরআগে ডিবির পরিদর্শক মীর শওকত আলীর নেতৃত্বে এসআই মোঃ হেলালুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করেন।
এ ঘটনায় সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।