সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‎খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায়  নবাগত শিক্ষক-কর্মচারীর যোগদান অনুষ্ঠান কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১ কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন
মুজিববর্ষে খালেদার দণ্ড মওকুফের আবেদন, জানা নেই ফখরুলের

মুজিববর্ষে খালেদার দণ্ড মওকুফের আবেদন, জানা নেই ফখরুলের

Sharing is caring!

অনলাইন ডেক্স: মুজিববর্ষে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তি দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ডাকযোগে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই আবেদন করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এটা আমরা বলতে পারবো না। অন্য কোনো পরিকল্পনা আছে কি-না তাও বলতে পারবো না। এটা আমাদের কাছে বোধগম্য নয়।

অপরদিকে ইউনুছ আলী আকন্দ বলেন, খালেদা জিয়ার আত্মীয়-স্বজন ও তার দলীয় লোকেরা সবাই ব্যর্থ হয়েছে। আমি জনস্বার্থে মানবিক কারণে আবেদনটি করেছি। যেহেতু বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে, ‘আমরা বাংলাদেশের জনগণ’। আর মানুষের ধর্ম হলো মানুষের সেবা করা। যেহেতু সংবিধানের প্রস্তাবনা ৪৮ (৩), ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে যেকোনো দণ্ড মওকুফ স্থগিত বা হ্রাস করতে পারেন। সেজন্য এই দুজনের কাছে আবেদন করেছি।

তিনি আরও বলেন, আমি মনে করি বিষয়টি খুবই স্পর্শকাতর ও জনগুরুত্বসম্পন্ন। তাই জনস্বার্থে যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি যে কারও জন্য ক্ষমা চাইতে পারেন।

‘আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না বা কখনও কোনো দলের সঙ্গে জড়িত ছিলাম না। তবে মানবিক কারণে একজন বৃদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি পাওয়া উচিত বলে মনে করি। সেজন্য আবেদন করেছি। এই আবেদনের কপি আমি আইন সচিব ও স্বরাষ্ট্রসচিবকে দিয়েছি।’

বিএনপির কোনো নেতা বা খালেদা জিয়ার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, না, এ বিষয়ে কারও সঙ্গে আমরা যোগাযোগ হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD