শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:ধারন ক্ষমতার তিনগুন যাত্রী নেয়ার ফলে রাজশাহীর পদ্মানদীতে নৌ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
জানা যায়, ছোট ওই নৌকাটিতে ধারনক্ষমতা ৭ জন হলেও সেখানে চড়েছিলেন ২১ জন। ঝড়ো বাতাস আর ঘুটঘুটে অন্ধকারে উত্তাল পদ্মা পাড়ি দিতে চেয়েছিলেন নৌকার মাঝি।
এছাড়া প্রতিকূল আবহাওয়া ও নৌকার মাঝি অপ্রাপ্তবয়স্ক ছিলো বলেও জানান তারা।
তদন্ত কমিটি জানায়, নৌকাটিতে জীবন রক্ষার উপকরণ না থাকায় ঘটেছে প্রাণহানির সংখ্যা বেশি হয়েছে।
তবে আগামীতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
গত বৃহস্পতিবার রাজশাহীতে বর-কনেসহ বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুটি নৌকা ডুবে যাওয়ার কারণ হিসেবে এগুলোকেই চিহ্নিত করেছে তদন্ত কমিটি। এদিকে নৌ-পুলিশকে আরও কার্যকর করার পাশপাশি নৌযাত্রীদের সচেতনতা বৃদ্ধিতেও উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।