শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
বরিশালে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব ৮।
বৃহস্পতিবার সকালে র্যাব নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত রিফাত সাহা (২৫) নামে এই যুবককে গ্রেফতার করে। সে নগরীর রসুলপুর কলোনী এলাকার বাসিন্দা সেলিম সাহার ছেলে।
র্যাব জানায়, পরিবারের সাথে অভিমান করে বোনের বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চ যোগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে বরিশালে আসে ১৩ বছরের শিশুটি। তবে বোনের বাড়ির ঠিকানা না জানায় লঞ্চঘাটে নেমে কান্না শুরু করে মেয়েটি। এসময় বখাটে রিফাত কান্নার কারন জানতে চাইলে মেয়েটি ঘটনা খুলে বলে। রিফাত মেয়েটি ঢাকায় পাঠানোর আশ্বাস দিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধর্ষককে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাব মাঠে নামে এবং গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়।
সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে ধর্ষনের কথা স্বীকার করেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://crimeseen24.com/news-video/বরিশালে-শিশু-ধর্ষণকারি-গ/