শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল
বরিশালে ছিনতাইয়ের অভিযোগ করতে এসে ফেঁসে গেলেন অভিযোগকারি

বরিশালে ছিনতাইয়ের অভিযোগ করতে এসে ফেঁসে গেলেন অভিযোগকারি

Sharing is caring!

বরিশাল নগরীতে দেড়লাখ টাকা ছিনতাইয়ের মিথ্যে অভিযোগ এনে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মামলা করতে গিয়ে অভিযোগকারী নিজেই ফেঁসে গেছেন।

অভিযোগকারী দাবি অন্যের বুদ্ধি নিয়ে তিনি এ কাজ করছেন, তবে ঘটনার রহস্য উম্মোচন করতে গিয়ে ছিনতাইয়ের অভিযোগ মিথ্যে প্রমানিত হলেও মারামারি সংঘটিত হওয়ার বিষয়টি সামনে আসায় থানা পুলিশ উভয় পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টায় বরিশাল নগরের লুৎফর রহমান সড়কে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেনি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন হরিনাফুলিয়ার নতুন হাটখোলা এলাকার হারুনে মোল্লার ছেলে ও গরুর ব্যবসায়ি মোঃ পান্নু মোল্লা একটি ছিনতাইয়ের অভিযোগ নিয়ে আসেন।

লিখিত ওই অভিযোগে তিনি দাবি করেন, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে পান্নু মোল্লা গরু কেনার জন্য বাসা থেকে বের হয়ে সোনামিয়ার পোল সংলগ্ন এলাকায় জনৈক আউয়াল সিকদারের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে খান বাড়ির পোল এলাকা পৌছালে তিনজন লোক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে এবং তাকে কিল-ঘুষি মারে। পরে একজন পকেট থেকে চাকু বের করে ভয় দেখিয়ে সাথে থাকা গরু কেনার ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। কিন্তু এরইমধ্যে পান্নু মোল্লা ছিনতাইয়কারীদের মধ্যে মোঃ মাসুম (২৫) নামে একজনকে চিনতে পারেন। যিনি এয়ারপোর্ট থানাধীন কটুরাকাঠি এলাকার বাদল খানের ছেলে ও পেশায় মুদি ব্যবসায়ী।

লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, যদি অভিযোগদাতা পান্নু মোল্লা এ কথা কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা।

পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করতে নেমে কথিত ছিনতাইকারী মোঃ মাসুমকে আটক করা হয়। কিন্তু আটকের পর মাসুম দাবি করে, তার খালাতো ভাই শাহাদাত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রায় ১৫ দিন পূর্বে শাহাদাতের অটোরিক্সায় অভিযোগকারী পান্নু মোল্লা সোনামিয়ার পোল এলাকা থেকে নতুনহাটে যান। সেসময় ভাড়া ৮ টাকা চাইলে পান্নু মোল্লা ৩ টাকা বেশি ভাড়া চাওয়া হচ্ছে বলে দাবি করেন। কিন্তু এ ৮ টাকা ভাড়া অটোরিক্সা চালক-শ্রমিক সমিতি নতুন করে নির্ধারণ করেছে জানালেও পান্নু মোল্লা তা দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে কথাকাটাকাটি হলে চালক শাহাদাতকে মারধর করে পান্নু মোল্লা।

যে ঘটনা শাহাদাত এসে তার খালাতো ভাই ও মুদি ব্যবসায়ী মোঃ মাসুমকে বলেন। এরপর মাসুম ও শাহাদাত মিলে বিষয়টি জিজ্ঞাসাবাদ করার জন্য পান্নু মোল্লার কাছে যান। কিন্তু পান্নু মোল্লা লোকজন নিয়ে তাদের উভয়কে মারধর করে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে মাসুম ব্যবসায়ী পান্নু মোল্লাকে মারধরের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি সকালে নিজ এলাকায় পান্নু মোল্লাকে পেয়ে মাসুম তার সহযোগীদের নিয়ে মারধর করেন। তবে ছুরি দিয়ে ভয় দেখানো কিংবা টাকা পয়সা ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি বলে পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় মাসুম।

এরপর মাসুমের দেয়া তথ্যানুযায়ী অভিযোগকারী পান্নু মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পাশাপাশি টাকার উৎস (উত্তোলিত ব্যংক বা ব্যক্তির তথ্য) সম্পর্কে তথ্য চাওয়া হয়। এর পরপরই পান্নু মোল্লা তার দেয়া অভিযোগে উল্লেখকৃত ছিনতাইয়ের ঘটনা মিথ্যে বলে স্বীকার করেন। তিনি জানান, মারধরের প্রতিশোধ নিতে অন্য মানুষের কথায় তিনি মিথ্যে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় আসেন।

পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, মামলা দেয়ার আগে অভিযোগটি খতিয়ে দেখায় মূল ঘটনার রহস্য যেমন উদঘাটন হলো। তবে প্রাথমিক তদন্তে যেহেতু উভয়ই মারামারি সংগঠিত হওয়া এবং বাদীর মিথ্যে ছিনতাইয়ের অভিযোগ দেয়ার বিষয়টি প্রমানিত হয়েছে, তাই মেট্রো অধ্যাদেশ অনুযায়ী পুলিশই উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

এসময় উপস্থিত ছিলেন এডিসি (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, এয়ারপোর্ট থানার এসআই মাইনুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD