মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাজার এলাকা থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সিনাবহ পূর্বপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, রফিকুল ইসলামের নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় রফিকুল ইসলাম সিনাবহ বাজারের সরকার মার্কেট এলাকায় অবস্থান করছে। এময় সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।