বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৯ম ব্যাচের শিক্ষার্থী শামীম।
শামীম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের ৯ম ব্যাচের নবাগত শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, শনিবার রাতে ঢাকা থেকে বরিশালে লঞ্চে করে আসার পথে একজন ব্যক্তির সাথে পরিচিয় হয়। সে আমার সাথে বরিশালের রুপাতলি পর্যন্ত আসে। তারপর আমরা এক সাথে চা খাই।এরপর আমার কিছু মনে নাই।ভুক্তভোগী শিক্ষার্থী আরো জানান, আমার মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে।
কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর ভয়ের কিছু নেই। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আজকে বা কালকে রোগীর অবস্থা বুঝে তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে।
উল্লেখ্য যে, রবিবার বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে আসে শিক্ষার্থীরা।