শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার বলেছেন, বিএম কলেজে বহিরাগত প্রবেশ সম্পূর্ন নিষিদ্ধ। সেখানে রাতে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে কাজটা কি জানিনা। এখন এই সিদ্ধান্ত পুরোপুরিভাবে কার্যকর করা হবে। আমাদের ভিজিলেন্স টিম আরো শক্তিশালী করা হবে।
১৫ তারিখ রাতে ঘটনার পরপরই পুলিশকে জানানো হয় কিন্তু তারা ঘটনাস্থলে এসেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মঙ্গলবার যে কর্মসূচী করা হয়েছে তাতে ছাত্রলীগের গ্রুপটি আমাদের অনুমতি নিয়েছে কিন্তু ছাত্রফ্রন্টের কেউ অনুমতি নেয়নি। সেখানে পাল্টাপাল্টি কর্মসূচী করার প্রস্তুতিও চলছিলো বলে শুনেছি। ছাত্রফন্টের নেতাকর্মীরা আমাদের কাছে সোমবার এসে বিষয়টি বলেছে কিন্তু লিখিত ভাবে কিছু জানায়নি। তাছাড়া বহিরাগতরা যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য নোটিশ টানানো হবে এবং যারা বহিরাগত প্রবেশে সহযোগিতা করবে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার মুঠোফোনে আলাপকালে এসব কথা বলেন এই শিক্ষক নেতা।