বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজুকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।