শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
পটুয়াখালীতে সদ্য যোগদানের ৩৯ বিসিএসের চিকিৎসকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী ক্লাবের জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ কর্মশালা আয়োজন করেছেন।
পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান ডা. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. গোলামুর রহমান প্রমুখ।
এসময় নবাগত চিকিৎসকদের উদ্দেশ্য বক্তারা বলেন, সার্বজনীন স্বাস্থ্য সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে করার জন্য এরপর আর বড় সুযোগ হয় না। বঙ্গবন্ধু বিভিন্ন বাণীর উদাহরণ টেনে সবাইকে দেশ ও মানুষের সেবায় কাজ করার আহ্বান করা হয়।
সবাইকে বাণিজ্যিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে নিজের কাজের মাধ্যমে সেই দুর্নাম গোছাতে কাজ করবো। রাষ্ট্র ও জনগণের কাছে যে দায়বদ্ধতা রয়েছে, সেটা পালন করবো।