বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
বরিশালের বাকেরগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
শনিবার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- দাওকাঠি হাওলাদার বাড়ির খলিল হাওলাদারের ছেলে নিরব হোসেন সাগর (২৩) এবং বড়পাশা এলাকার স্বপন হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার(২০)।
রোববার র্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে ওই দুজনকে আটকের পর সাগরের কাছ থেকে ২৩ পিস এবং পারভেজের কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।