পটুয়াখালী প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ নভেম্বর এ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার এর আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে গুজব, বিভ্রান্তিমূলক তথ্য, অপপ্রচার ইত্যাদি প্রতিরোধে সবাইকে সচেতন থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করার আহবান জানান।
এসময় তিনি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রমকে আরো তরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।