শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পটুয়াখলাীতে (DNC) এর অভিযানে মাদকসহ নিশা নামের ১ মাদককারবারি গ্রেপ্তার বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩ নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার স্কুল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন
‘খেলাধুলায় প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ’

‘খেলাধুলায় প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ’

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ক্যারম টুর্নামেন্ট ২০১৯-২০।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পারস্পারিক সৌহার্দ্য বজায় রেখে খেলাধুলায় অংশ নেবে, কেননা আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে বিভাগগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং হৃদ্যতা সৃষ্টি করা। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। তবে সে প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ। তোমাদের প্রতি আমার আহ্বান জয়-পরাজয় মেনে নিয়ে তোমরা একে অপরের পাশে থাকবে।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল হক এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থীরাসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

টুর্নামেন্টে ২৪টি বিভাগের শিক্ষার্থীরা (ছাত্র ও ছাত্রী) অংশ নেবে।

উদ্বোধনী পর্বে আইন ও গণিত (ছাত্র ইভেন্ট) বিভাগের মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এতে গণিত বিভাগ জয় লাভ করে।

ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।

এদিকে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে উপাচার্য বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবন ১ এর নিচতলায় আরণ্যক আয়োজিত ‘ফড়িং উৎসব-২০১৯’ এর চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ঘুরে দেখেন।

এছাড়া, বিকেল সাড়ে ৪টায় জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD