রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রশাসনের যে কর্মকর্তারা বরিশাল-৫ (সদর) আসনে দায়িত্বে ছিলেন সংসদ নির্বাচনে তাদের অন্যত্র সরিয়ে নেয়ার দাবী করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরয়ার। তিনি বলেছেন, এই কর্মকর্তারা দায়িত্বকালীন সময় বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠ হয়নি। তাই এবারের সংসদ নির্বাচনে এখানে সুষ্ঠ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদারও বিগত সময়ে তার বক্তব্যে সিটি নির্বাচন নিয়ে নানান শঙ্কার কথা বলেছিলেন।
বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি নেতাকর্মীদের উপর স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত বিএনপির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার আরো বলেন, সরকার বিএনপি’র জনসমর্থন দেখে ভীত হয়ে পরেছে। তারা বুঝতে পারছে গনেষ উল্টে গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনকে এক মনে করা যাবেনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন ছাড়া কোন পথ থাকবেনা।
সংবাদ সম্মেলনে মেজবা উদ্দীন ফরহাদ বরিশাল-৪ আসন নিয়ে বলেন, গতকাল বুধবার তিনি বরিশাল রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়ে নিজ নির্বাচনী এলাকায় মনোনয়ন পত্র জমা দিতে যান। সেখানে হিজলা-মেহেন্দিগঞ্জ ০৪ আসনের বর্তমান আওয়ামীলীগের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর নিদের্শে তার ক্যাডার বাহীনি আমাদের নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা করে। হামলায় ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাশেম রাঢ়িসহ বেশ কিছু নেতাকর্মী আহত হয়। যাদের মধ্য দিয়ে গুরুত্বর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যদি হয় প্রাথমিক নমুনা তবে আমরা নির্বাচন করবো কিভাবে।
তিনি বলেন, গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন করছি আমরা। কিন্তু নির্বাচনের শুরুতেই আওয়ামীলীগের প্রার্থী তার ক্যান্ডার বাহীনি দিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। গত বুধবারের ঘটনা আমি নিজে রিটানিং কর্মকর্তার কাছে ফোনে অভিযোগ করেছি। কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। এনিয়ে আজ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগও দিয়েছি।
তিনি অভিযোগ করে বলেন, পঙ্কজ নাথ নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন করে মনোনয়ন জমা দিয়েছেন। বর্তমান সংসদ সদস্য হওয়ায় তিনি পুলিশ প্রটকল ব্যবহার করে হিজলা-মেহেন্দিগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন। তিনি বর্তমানে হিজলা মেহেন্দিগঞ্জে রাম রাজত্ব কায়েম করছে। মেজবা উদ্দীন ফরহাদ আরো বলেন, বরিশাল-৪ আসনে নির্বাচনী পরিবেশ সুষ্টি হয়নি। এরই মধ্যে পঙ্কজ নাথ তার ইচ্ছে মতো প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট বাছাই করছে। এসময় তিনি নির্বাচন কমিশনারের কাছে হিজলা মেহেন্দিগঞ্জ ৪ আসনে পুলিশ প্রশাসনের রতবদলে দাবী জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের বিএনপির প্রার্থী সেলিমা রহমান জানান, জাতীয় ঐক্য ফ্রন্ট যে ৭ দফা দাবী দিয়েছিল তা মানা হয়নি। নির্বাচন কমিশন বলেছিল কোনো ভাবেই আচরণবিধি লঙ্ঘিত করার সুযোগ দেওয়া হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেন্দিগঞ্জে বিএনপি প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদের নেতাকর্মীদের উপর আচরণবিধি লঙ্ঘন করে হামলা চালিয়েছে বর্তমান সংসদ সদস্যর সমর্থকরা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, উত্তর জেলা বিএনপি দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু।