পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী প্রেসক্লাব বিজয় মাস ডিসেম্বর। এ মাসের ৮ ডিসেম্বর পটুয়াখালী হানাদার মুক্ত হয়।
এ দিবসকে স্মরন করে পটুয়াখালীর ৮ বীরঙ্গনাকে এক সাগর রক্তের বিনিময় অর্জিত লাল সবুজের জাতীয় পতাকা, জাতীয় পতাকা খচিত মেলামাইনের কাপ ও জায়নামাজ দিয়ে সম্মানিত করলেন মুক্তিযোদ্ধার সন্তান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
শনিবার বিকালে তার অফিস কক্ষে বীরঙ্গনা রিজিয়া বেগম, ফুলবরু, মনোয়ারা বেগম, হাজেরা বেগম, জামিনা খাতুন, ছৈতুননেছা, আনোয়ারা বেগম ও মনোয়ারা বেগমকে নিজের বেতনের টাকা দিয়ে ক্রয় করে জাতীয় পতাকা, জাতীয় পতাকা খচিত মেলামাইনের দৃষ্টিনন্দন কাপ ও জায়নামাজ প্রদান করে তাদেরকে সম্মান প্রদর্শন করলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।