বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: রাজনীতিতে জড়িয়ে ক্রিকেট থেকে এখন কিছুটা দূরে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু মনটা ঠিকই পড়ে রয়েছে খেলার মাঠে। তাইতো শত ব্যস্ততার ভিড়েও বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মাশরাফি। অনুশীলনেও বেশ কিছুটা সময় কাটিয়েছেন ওয়ানডে অধিনায়ক।
আসন্ন সংসদ নির্বাচনে নিজ এলাকা নড়াইল-২ থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাশরাফি। এই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে মাশরাফি সবকিছুর ওপর প্রাধান্য দিচ্ছেন খেলাকে। জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার ধ্যান-জ্ঞানে থাকবে কেবল ক্রিকেট।
দেশসেরা ক্রিকেটার মাশরাফি সেভাবেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। বুধবার টেস্ট দলের অনুশীলনের পর মিরপুরে আসেন তিনি। একাই জিমনেশিয়ামে সময় দিয়েছেন। অনেকক্ষণ ছিলেন মাঠে। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
অধিনায়ক মাশরাফির খেলা নিয়ে যে অনিশ্চিয়তা ছিল, অনুশীলনের পর সেটা কেটে গেল। ফলে আগামী ৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে মাঠে দেখা যাবে নড়াইল এক্সপ্রেসকে।