শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
ভোলায় দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখার পৌর আওয়ামীলীগের ত্রি- বার্ষিকী সন্মেলন ২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭নভেম্বর) সকাল ১০’ঘটিকায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা বেলুন উড়িয়ে সন্মেলনের ১ম পর্বের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
ভোলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরয়ান তেলোয়াত ও পবিত্র গীতাপাঠের শেষে সংগঠনের নেতাকর্মী শোক প্রস্তাব পাঠ শেষে উক্ত অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা আ.লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা,প্রধান বক্তা,ভোলা জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়্যারম্যান আবদুল মোমিন টুলু,ভোলা সদর উপজেলা আ.লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান মোশারেফ হোসেন,সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সদর উপজেলা আ.লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব,যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু ও ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
এসময় মঞ্চে উপবিষ্ট বক্তারা পৌর সন্মেলনে প্রধান অতিথির ভোলা ১ আসনের সাংসদ ও আ.লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহম্মেদ এমপির অসুস্থতার কারনে অনুউপস্থিতির কথা স্মরন করে দুঃখ প্রকাশ করেন। এবং তাহার সুসাস্থ্য ও রোগমুক্তি কামনা করেন।
এসময় বক্তারা বলেন, বলেন,বাংলাদেশ সরকার ও দেশের বর্তমান ধানমন্ত্রী শেখহাসিনা সরকার কে দেশের মানুষের কাছে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে নানান ষরযন্ত্রের কথা তুলে ধরে বলেন,খাদ্যদ্রব্য নিয়ে কিছু স্বার্থনেষী মহল নানান গুজব ছড়িয়ে দেশকে ও সরকারকে বদনাম করার পায়তারা করছে। তাই বক্তারা আ.লীগ এর সকল নেতৃবৃন্দসহ দেশের সাধারন জনগনকে গুজবে কান না দেওয়ার প্রতি আহবান জানান। পাশাপাশি সংগঠনে ত্যাগী ও সৎ নেতৃত্বে কমিটি গঠন করার মাধ্যমে বর্তমান সরকার ও আ.লীগ সভানেত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
সন্মেলনর ২য় পর্বে ভোলার পৌর আ.লীগের উপস্থিত সকল ওয়ার্ডের কাউন্সিলর ও ডেলিকেট এর রায়ে,দ্বিতীয় বারের মত পৌর আ.লীগের সভাপতি পদে ‘নাজিবুল্লাহ নাজু ও সাধারন সম্পাদক ‘শাহ আলী নেওয়াজ পলাশ ও সাংগঠনিক সম্পাদক রবিস্বর হাওলাদার কে মনোনীত করে নবনির্বাচিত কমিটির চুরান্ত অনুমোদন দিয়ে ৩৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করে ভোলা জেলা আ.লীগ ।
এসময় জেলা আ.লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।