মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে ইসরাফিল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারচালক।
রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়ালিয়া এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করে ময়মনসিংহে চাকরি করতেন। আহত প্রাইভেটকারের চালকের নাম এনামুল হক।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল আলম জানান, সকালে মিরপুর থেকে প্রাইভেটকারে করে ময়মনসিংহে যাচ্ছিলেন ইসরাফিল। এক পর্যায়ে প্রাইভেটকারটি হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক এনামুল আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।