রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
বরিশালে জাটকা পরিবহনের দায়ে দুইজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ দণ্ড দেন।
এর আগে সকালে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে ২০ মণ জাটকাসহ পরিবহন চালক ইউনুস আলী ও তার সহযোগী রাজিবকে আটক করে নৌ পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাসেল ইকবাল জানান, জব্দকৃত জাটকাগুলো বরিশালের বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।