শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে ৭ বোতল মদসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-সোহাগ তালুকদার (৩৫) ও শাহিন গাজী (২৮)।
জানাযায়,আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার ৩নং ওয়ার্ডের মো,হানিফ গাজীর ছেলে সাহীন(২৩) গাজী,মাতা,আনোয়ারা বেগম সাং চকবাজার এবং মো,মহিউদ্দীন তালুকদারের ছেলে মো,সোহাগ তালুদার(৪০) সাং আদালত পাড়া সদর রোড ৫নং ওয়ার্ড উভয় পটুয়াখালী সদর থানা জেলাধীন।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দর্শনার ইমপেরিয়াল হুসকি, ভটকা আর ফাইন কেরু ব্রান্ডের ৭৫০ মিলিঃলিটারের ৭ বোতল মদসহ সোহাগ তালুকদার (৪০) ও শাহিন গাজী (২৩) আটক করা হয়।
তিনি আরো বলেন, শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা মহিউদ্দিন তালুকদারের ছেলে সোহাগ ও একই এলাকা বাসিন্দা হানিফ গাজীর ছেলে শাহিন। সোহাগ একাধিক মাদক মামলার আসামি বলেও জানান এই কর্মকর্তা।
তিনি আরও জানান , এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং( ৯০) পরে গ্রেফতার কৃত আসামীদেরকে জেল হাজতে প্ররন করা হয়।