সোমবার, ০৭ Jul ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় সরকারি বিধি-নিষেধ, আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে রেজাউল করিম নামের এক মাদ্রাসা শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাত নয়টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক নীলগঞ্জ ইউনিয়নের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক শিক্ষক।
কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, অভিযুক্ত ওই শিক্ষক সরকারী নির্দেশনা অমান্য করে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। যার কারণেই তাকে পুলিশের সহায়তায় আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত শিক্ষককে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।