শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
ভোলার চরফ্যাশনে পিটিয়ে ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছে।
নিহত স্কুল ছাত্র মেহেদী হাসান রাব্বি (১৩) চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম নান্নুর ছেলে এবং স্থানীয় দক্ষিন ফ্যাশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই শাহীন হাওলাদার জানান, শুক্রবার বিকেলে স্থানীয় শাহজাহান মোল্লা বাড়ির মাদ্রাসায় খেলতে যায় মেহেদী। খেলা শেষে পানি খেতে গিয়ে মেহেদী ও স্থানীয় বাসিন্দা আব্দুল আলীর ছেলে ইকরামের সাথে রাগারাগি হয়। এসময় একরাম স্কুল ছাত্র মেহেদীকে মারধর করে এবং ভাড়ি কিছু দিয়ে মাথায় আঘাত করে। এতে মেহেদী ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে উদ্ধার করে প্রতথমে স্থানীয় ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি বলেন, ঘটনার সাথে আর কে কে জড়িত তা জানা না গেলেও আমরা খবর পেয়ে সেখান গিয়ে ইকরাম ও তার বাবা আব্দুল আলীসহ বেশ কয়েকজনকে দেখতে পাই।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, এ ঘটনার পর নিহত মেহেদীর চাচা মোঃ বশির উল্লাহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যে অভিযোগের সূত্র ধরে আব্দুল আলীকে গ্রেফতার করা হয়েছে, বাকীদেরও গ্রেফতারে অভিযান চলছে।