বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পটুয়াখলাীতে (DNC) এর অভিযানে মাদকসহ নিশা নামের ১ মাদককারবারি গ্রেপ্তার বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩ নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার স্কুল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন বর্গীর লাল চোখ জনগণ পাত্তা দেবেনা : মাস্টার আঃ মান্নান সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এখন জিয়া পরিষদে রুপ আমি কারও জমির ধান কাটি নাই, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা… হাফেজ আবদুল বারেক নির্বাচনী তফসিল ঘোষনাকে শুভেচ্ছা জানিয়ে কলাপাড়ায় বিএনপির আনন্দ মিছিল পটুয়াখালীতে যৌতুক মামলার বাদী ফাতেমাকে কোট চত্বরে সতিনের বর্বরোচিত হামলা
লালমোহনে পৌর মেয়র’ পদে আ’লীগের প্রার্থী ‘তুহিন’বিপুল ভোটে বিজয়ী

লালমোহনে পৌর মেয়র’ পদে আ’লীগের প্রার্থী ‘তুহিন’বিপুল ভোটে বিজয়ী

Sharing is caring!

এম.এইচ.ফাহাদ-বিশেষ প্রতিনিধি।।ভোলা লালমোহনে উৎসবমুখর পরিবেশে পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে পৌর পিতার আসনে এবারো বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বসছেন আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন। দীর্ঘ ৯ বছর পর ভোলার লালমোহন পৌর সভায় প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ পদ্ধত্বিতে ভোট দিয়েছেন ভোটাররা।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ সম্পন্ন হয়। ইভিএম ত্রুটির কারণে ১২ ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। রাত ৮টা নাগাদ ওই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

বাকি ১২ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের এমদাদুল ইসলাম তুহিন পেয়েছেন ১১ হাজার ৩৬৯ ভোট। অপরদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট।

এদিকে নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী মাঠে নেমেছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন অহিদউল্যাহ মাষ্টার, ৪নং ওয়ার্ডে রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে ঈমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ডে জহিরুল ইসলাম মাসুদ, ৭নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডে সাইফুল কবীর, ৯নং ওয়ার্ডে হিরণ হায়দার, ১০ নং ওয়ার্ডে সিরাজ মেম্বার, ১১ নং ওয়ার্ডে এহসানুল হক ফরিদ, ১২ নং ওয়ার্ডে জসিম ফরাজী।
সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জান্নাত বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লুৎফা বেগম।

এদিকে দীর্ঘদিন পরে ভোট হওয়ায় ভোটারদের মধ্যেও বিরাজ করেছে উৎসবের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মোতায়েন করা হয়েছে।

মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১শ জন। যাদের মধ্যে পুরুষ নয় হাজার ৭০৩ জন এবং নারী নয় হাজার ৯৯৭ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে ছিলেন দু’জন প্রার্থী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD