সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল ও কারাবন্দি বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, যুব দলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
এদিকে সমাবেশে পুলিশ অনুমতি না দিলেও পুলিশের বাধা অতিক্রম করে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন।
বক্তারা অভিযোগ করেছেন ইতোমধ্যে দলের অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
সরেজমিনে নয়াপল্টন এলাকার বিভিন্ন গলিতে পুলিশের তৎপরতা দেখা যায়। তারা সমাবেশে আগত নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে।