সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
ঢাকা:
অভিযান চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের কাছ থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (১১ অক্টোবর) দেশত্যাগের সময় শ্রীমঙ্গল থেকে আটক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসায় অভিযান চলছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, শ্রীমঙ্গল থেকে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুই লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। আর ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয় তার বাসা থেকে।
পরে তাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বাসা থেকে গতকাল ৬৮ লাখ টাকা তোলার ডকুমেন্টস পাওয়া গেছে। সেই টাকার সন্ধানে তার বাসায় তল্লাশি চালাচ্ছেন র্যাব সদস্যরা।
***ম্যানহোলের ঢাকনা চুরি করতেন কাউন্সিলর ‘পাগলা মিজান’