সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
মো: জিহান ইসলাম রজিবঃ বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামটি আয়তনে দেশের সবথেকে বড় হলেও এটি এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পয়নি। দীর্ঘ অনেক বছর পর গত বছর হয়েছিল এনসিএল এর কিছু ম্যাচ। তার ভিতর অধিকাংশই ছিলো বৃষ্টিতে পন্ডু। এবারের এনসিএল এর ভ্যেনুর তালিকাতে নেই দেশের সবচেয়ে বড় এই স্টেডিয়ামের।
তবে সস্তির খবর এই যে বরিশাল বাসির জন্য রয়েছে আরও বড় চমক। এবারের অক্টোবর মাসে হতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের খেলা হবে এই স্টেডিয়ামে। দীর্ঘ অনেক বছর পর আবারও কোন বিদেশি দল পা রাখবে এই কীর্তনখোলা নদীর তীরে।
৫ ম্যাচের ওডিআই সিরিজের ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। মাঠ সংস্করণের আনুষ্ঠানিক কাজ শুরু হবে আগামী ৯ই অক্টোবরের পর। কেননা আগামী ৬ এবং ৯ ই অক্টোবর এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক/এমওডিসি নিয়োগের পরিক্ষা।