মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরে অবস্থিত সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজকে দুটি কম্পিউটার, দুটি মনিটর, দুটি কি-বোর্ড, দুটি মাউস, দুটি স্পিকার প্রদান করা হয়েছে।
বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেনের কাছে উপজেলার মিশ্রিপাড়া লোকাসুখ বৌদ্ধবিহারের দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক উত্তম মহাথেরো উপহার হিসেবে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় অধ্যক্ষের কার্যালয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাআলম মিয়া, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মেহেদী হাসান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাসেল শিকদার, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো. মোশাররফ হোসেন, প্রদর্শক মাঈন উদ্দীন আহমেদ ও মাহবুব আলম খোকন প্রমুখ।মোয়াজ্জেম হোসেন কলাপাড়া