বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
পবিত্র মাহে রামাদানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরিশাল ৪ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া , চরগোপালপুর , শ্রীপুর ও আলিমাবাদ ইউনিয়নকে কেন্দ্র করে লেঙ্গুটিয়া জামে মাসজিদ প্রাঙ্গণে আগামী শুক্রবার মাহে রামাদানের ইফতার মাহফিল সম্পন্ন করতে প্রস্তুতি সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু , চরগোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির টিপু , জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলম ভুইয়া , আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বেলাল মেম্বার , আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম মেম্বার , শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল মোল্লা , জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন , চরগোপালপুর যুবদল নেতা মোঃ মাহফুজুর রহমান নকীব , ছাত্রনেতা তারেক আজীজ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেডফোর্সের অধিনায়ক সাবেক রাস্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত , বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে বলে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ।