শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছোট কৃষ্ণকাঠি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের মৃত কাছেম গাজীর ছেলে আইয়ুব গাজী (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৮)। বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।