বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে।। ভোগান্তিতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ কলাপাড়ায় দিন দুপুরে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি বরিশালে গনতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন বাউফলে সাংবাদিককে ইউএনও’র জেল দেয়ার হুমকি সাম্যের খুনীদের ফাঁসির দাবীতে বিএম কলেজ ছাত্রদলের মশাল মিছিল কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত বাউফলের ঢাকাগামী লঞ্চে যাত্রী সেজে মদ পাচারকালে এক যুবক গ্রেফতার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বিএনপির দলীয় পরিচয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে হুমকি থানায় জিডি লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা
সরকারী খালের মাটি বিক্রি করায় ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক, ৫০ কোটি টাকার ক্ষতি

সরকারী খালের মাটি বিক্রি করায় ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক, ৫০ কোটি টাকার ক্ষতি

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার ফলে একটি জন গুরুত্বপূর্ণ  পিচঢালা সড়ক  ভেঙে পড়েছে। এছাড়া ভাঙ্গনের অপেক্ষায় আরো একটি গুরুত্বপূর্ণ সড়ক।

সরেজমিনে দেখাগেছে, যা ইতোমধ্যে ফাটল ধরে হেলে পড়েছে। এতে আতঙ্কে রয়েছে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া খালের দুই পাড়ের বসবাসকারী বাসীন্দারা।

স্থানীয়রা জানান, গত বছর সরকারী খাল থেকে মাটি বিক্রির পর মাছ চাষ করে সানী এবং ফেরদাউস নামের দুই প্রভাবশালী। তবে লেনদেন নিয়ে তাদের বিরোধ থাকায় গত কদিন ধরে বাঁধ দেওয়া খালের পানি সেচ করে মাছ ধরে নিয়ে যায় ফেরদাউস।
কিন্তু গতকাল স্থানীয়রা সড়কে ফাটল দেখে  পানি সেচে বাঁধা দেয়।

তাদের কথা না শুনে পুনরায় সেচ করলে প্রায় ২’ শত ৫০ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট উচ্চতা নিয়ে খালের মধ্যে পিচঢালা  সড়কটি ভেঙ্গে পড়ে।
স্হানীয় বাসিন্দা মো: মাহবুব মিয়া বলেন, রাত তিনটার দিকে একটা শব্দ পাই এখানে এসে দেখি রাস্তাসহ বিশাল এলাকা নিয়ে খালের মধ্যে ভেঙ্গে পরেছে। আরো অনেকটা যায়গায় ফাটল ধরছে।

তাও যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে।তিনি আরও বলেন, আমরা এই খালের পাড়ের অনেকগুলো পরিবার আতঙ্কে আছি।পানি সেচের কারনেই এটা হয়েছে।আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই। ধানখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো.হাসানুজ্জামান বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে যেতে হয়।রাস্তাটি ভেঙে গেলে আমাদের অনেক ভোগান্তি হবে।

মুঠোফোনে অভিযুক্ত ফেরদৌস বলেন, আমি ঢাকায় আছি। আমি সানীর কাছে টাকা পাবো তাই আমার লোকজন দিয়ে ঐ খালের মাছ ধরিয়েছি। তবে এর কারনে রাস্তা ভাংছে কিনা তা আমি জানিনা।

সানীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ওকে বলছি এ খালের পানি সেচলে রাস্তা ভেঙ্গে পরতে পারে। তারপরও ও আমার কথা না শুনে পানি সেচ করে মাছ ধরছে। এ রাস্তা ভেঙ্গে পড়ার জন্য দায়ী ফেরদৌস।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কৌশিক আহমেদ বলেন, অভিযোগ পেয়ে স্পটে এসে দেখি অবৈধভাবে সরকারি খালের মাটি কেটে নিয়েছে। এ সড়কের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৩-১১-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD