বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় খালে জাল ফেলকে কেন্দ্র করে মোঃ পারভেজ বয়াতি (২৮) নামে এক জেলে কে মারধর করে গুরুতর জখম করা হয়েছে। আহত পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের মোঃ সোবাহান বয়াতি’র ছেলে।
সোমবার রাত সাড়ে ৭ টার দিকে আলীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতালে ভর্তি আহত জেলে মোঃ পারভেজ বয়াতি জানান, গ্রামের ছোট একটি খালে জাল ফেলে দিনশেষে যে মাছ পাওয়া যায় তা বাজারে বিক্রি করেই চলে সংসার। এভাবেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।
তিনি আরো জানান, ওই খালে মাছ ধরার জন্য জাল ফেলি, প্রতিদিনের মত জাল উঠাতে গিয়ে দেখি জাল ছিড়ে নদীর পাশে উঠানো আছে, আর জলিল মৃধার জাল পাতা আছে। এ সময় জিজ্ঞেস করলে জলিল মৃধা বলে এখানে জাল পাতা যাবে না। এখানে আমাদের জায়গা আমরা জাল ফেলবো। একপর্যায়ে জলিল ও তার ছেলে নাসির মৃধা সহ ৫/৬ জন আমাকে এলোপাথাড়ি মারধর করে, আহত করে। এতে আমার মাথায় গুরুত্বর আঘাত পাই। তিনি এর বিচারের দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম বলেন, একজন সাধারন জেলে কে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২৯-১০-২০২৪