শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : রোববার হরতাল সফল করার দাবীতে বরিশালে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সংগঠনের জেলা শাখার উদোগে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দেশে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। যা কোনভাবে দেশের মানুষ মেনে নেবে না। এছাড়া বাজেটকে জনদুর্ভোগের বাজেট হিসেবে আখ্যায়িত করেন তারা।
এছাড়া রোববারের হরতাল সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন বক্তারা।
ছাত্র ফেডারেশন জেলা শাখার আহ্বায়ক নবীন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন গনসংহতি আন্দোলন জেলা শাখার সদস্য সচিব হারুন-অর রশিদ মামুন এবং জেলা গনসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু সহ অন্যান্যরা।