রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
শামীম আহমেদঃ
কাস্টমস অফিসার হিসেবে নিজেকে পরিচয় দেয়। এরপর সে রত্নেশ্বর মাঝিকে জানায়,
তার নামে এলিজাবেদ এরিস নামের একজন একটি লাগেজ পাঠিয়েছেন। যারমধ্যে বিপুল
পরিমাণ ডলার রয়েছে। এরপর খায়রুন নেছা নামের ওই নারী বাদীকে বিভিন্নভাবে লোভে
বশীভূত করেন এবং ডলারগুলো কাস্টমস থেকে ছাড়ানোর জন্য পর্যায়ক্রমে বিভিন্ন
পরিমাণের টাকা দাবি করেন।
পরবর্তীতে বাদী মাত্র ২৩ দিনের মধ্যে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ও বিভিন্ন বিকাশ
নম্বরে সর্বমোট ৭৭ লাখ ৯০ হাজার টাকা প্রেরণ করেন। এরপরেও লাগেজ ছাড়াতে আরো
টাকা লাগবে জানালে বাদী বুঝতে পারেন যে তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন।
তখন
বাদী কোতয়ালি মডেল থানায় গত বছরের ১৫ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। থানার এসআই রেজাউল ইসলাম মামলার তদন্তের একপর্যায়ে সাইবার টিমের সহায়তায়
ঢাকার মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সোহাগ শেখকে প্রতারণার
কাজে ব্যবহৃত ৩৫টি ব্যাংকের ৮৬টি ডিজিটাল ব্যাংক (এটিএম) কার্ড, বিভিন্ন
ব্যাংকের ১৫১টি চেকের পাতা, পাঁচটি মোবাইল সেট ও আটটি সিমসহ গ্রেপ্তার করা
হয়। গ্রেপ্তারকৃর বিরুদ্ধে ঢাকার খিলগাও থানাসহ একাধিক থানায় অসংখ্য মামলা
রয়েছে।
শামীম আহমেদ
বরিশাল,