বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
বরিশালের টুংগীবাড়িয়া ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামে যুবককে কুপিয়ে হত্যার চেস্টা করে এক চিহ্নিত সন্ত্রাসী। প্রতক্ষ্যদর্শী বাবু খানের ভাষ্যমতে সকাল আটটার দিকে নদীর পাড়ে দাড়িয়ে কথা বলছিলো মৃত সেকান্দার হাওলাদারের পুত্র ইমরান (৩০) ও বাবু খান
এ সময়ে পার্শ্ববর্তি ঘরে ওৎ পেতে থাকা মৃত মোতালেব সরদারের পুত্র কালাম সরদার (৪৬) হঠাৎ হাতের সাথে লুকিয়ে রাখা চাইনিজ কুড়াল দিয়ে ইমরানকে এলোপাতাড়ী কোপাতে শুরু করে। এতে ভুক্তভোগী ইমরান কোন কিছু বুঝে ওঠার আগেই তিনটি কোপ তার কানের উপরে গলায় এবং পিঠে গিয়ে লাগে।
এবং ইমরান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকষ্মীকতায় হতবিহ্বল বাবু খান কালাম সরদারকে ধরে দুরে সরিয়ে দেয়।
তখন কালাম সরদার জোরে চিৎকার করে বলতে থাকে আজ তোকে মেরেই ফেলবো। পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে তিনি মনে করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী চলে আসলে কালাম সটকে পড়ে। এসময়ে এলাকাবাসী দ্রুত বন্দর থানায় অবহিত করে ইমরানকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি এখন মুমুর্ষ অবস্থায় হাসপাতালে।