শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালের বাকেরগঞ্জে এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (২৩ জুন) দিবাগত রাতে বশির হাওলাদার (৩৫) নামে ওই কৃষককে কুপিয়ে গুরুত্বর জখম করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বশির হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। আহত বশির হাওলাদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে প্রতিপক্ষ জলিল ও হাবিবসহ কয়েকজনে মিলে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় তার বাবা রাতেই বাকেরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন এবং লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গুরুত্বর আহত বশির আহত হওয়ার ঘটনায় একটি মামলা আজ দায়ের করা হয়েছে। তবে তাদের প্রতিপক্ষের একজনও আহত হয়েছেন, যে ঘটনায় তারাও একটি লিখিত অভিযোগ দিয়েছেন।