বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন বর্জন সহ সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তি এবং তাদের নামে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে রবিবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সভাপতি বরিশাল বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড মহসিন মন্টুর সভাপতিত্বে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ এবং কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয় ।
প্রহসনের একতরফা ডামী নির্বাচন প্রত্যাখ্যান করে বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আহবানে সমগ্র দেশব্যাপী অসহযোগ আন্দোলন সফল এবং স্বার্থক করার আহবান জানিয়ে কালো পতাকা মিছিলটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান ফটক অতিক্রমকালে পুলিশি বাঁধায় থেমে যায় ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সহ সভাপতি বরিশাল বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড সহিদ হোসেন , এ্যাড কাজী বশির , মেহেদী হাসান শাহীন। সিনিয়র সহ সাধারণ সম্পাদক এ্যাড মোঃ আজাদ হোসাইন , সাংগঠনিক সম্পাদক এ্যাড শেখ হুমায়ুন কবির মাসউদ , দপ্তর সম্পাদক এ্যাড মোঃ আনিসুর রহমান ।
এ্যাড সুফিয়া , এ্যাড শাহানুর খান , এ্যাড সারোয়ার হোসেন , এ্যাড হোসাইন আল মামুন , এ্যাড সাঈদ চৌধুরী, এ্যাড তহুরা খানম , এ্যাড আব্দুর রহমান চোকদার , এ্যাড কাজী মাহমুদা
বরিশাল জেলা দক্ষিণ বি এন পি নেতা বরিশাল বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড নাজিম উদ্দীন আহমেদ পান্না , যুবদল বরিশাল জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজ আহমেদ বাবলু ।
এ সময় পুলিশের বাঁধার মুখে তাৎক্ষণিক বক্তব্যে ফ্যাসিস্ট মাফিয়া সরকারের রোষানলে গৃহবন্দী বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে বর্তমান সরকারের পতনের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বরিশাল বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড আবুল কালাম আজাদ ।