রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের নির্দেশের পর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার ৩৩৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অতিদ্রুত কার্যকর হবে।
এর আগে, ইসির নির্দেশের পর গত বুধবার এসব কর্মকর্তাদের বদলির একটি তালিকা কমিশনে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ অনুমোদন দেয়।
কর্মস্থলে ৬ মাস হয়েছে, এমন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করতে বলে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় ইসি। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলী করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকুরীকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলীর প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।
পরে তালিকা পাঠানোর মেয়াদ ৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে নির্বাচন কমিশন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।