সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‎খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায়  নবাগত শিক্ষক-কর্মচারীর যোগদান অনুষ্ঠান কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১ কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন
জাপার দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন গোলাম কিবরিয়া টিপু

জাপার দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন গোলাম কিবরিয়া টিপু

Sharing is caring!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১-বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনে নির্বাচনের লক্ষ্যে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর-মুক্তিযোদ্ধা আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু। মঙ্গল বার ২১ নভেম্বর দুপুরে রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন পত্র ক্রয় করেন।

এদিকে দুপুর ১২ টার দিকে আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী এলাকা ১২১ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে শতাধিক নেতাকর্মী বর্নাঢ্য মিছিল নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আসলে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় টিপুর সমর্থকরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন পুরো এলাকা। মনোনয়ন ক্রয় পরবর্তী এক প্রতিক্রিয়ায় আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু বলেন সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহন হলে অবস্যই তিনি বরিশাল-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হবেন।

তিনি দাবী করেন, বাবুগঞ্জ-মুলাদীর প্রতিটি জনপদে অতীতের তুলনায় কাঙ্খিত উন্নয়ন হয়েছে যা তাঁর অবদান। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকলের সহযোগিতা নিয়ে বাবুগঞ্জ-মুলাদী বাসির প্রাণের দাবী মীরগঞ্জ সেতু বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছি। যে কারণে বাবুগঞ্জ-মুলাদীর সাধারণ মানুষ জাতীয় পার্টির সাথে রয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত বলে দাবী করেন তিনি।

আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৬৬ হাজার ৪ শত ৬৩ ভোট পেয়ে পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই সংসদীয় আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৭ শত ৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD