রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১-বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনে নির্বাচনের লক্ষ্যে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর-মুক্তিযোদ্ধা আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু। মঙ্গল বার ২১ নভেম্বর দুপুরে রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন পত্র ক্রয় করেন।
এদিকে দুপুর ১২ টার দিকে আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী এলাকা ১২১ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে শতাধিক নেতাকর্মী বর্নাঢ্য মিছিল নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আসলে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় টিপুর সমর্থকরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন পুরো এলাকা। মনোনয়ন ক্রয় পরবর্তী এক প্রতিক্রিয়ায় আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু বলেন সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহন হলে অবস্যই তিনি বরিশাল-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হবেন।
তিনি দাবী করেন, বাবুগঞ্জ-মুলাদীর প্রতিটি জনপদে অতীতের তুলনায় কাঙ্খিত উন্নয়ন হয়েছে যা তাঁর অবদান। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকলের সহযোগিতা নিয়ে বাবুগঞ্জ-মুলাদী বাসির প্রাণের দাবী মীরগঞ্জ সেতু বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছি। যে কারণে বাবুগঞ্জ-মুলাদীর সাধারণ মানুষ জাতীয় পার্টির সাথে রয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত বলে দাবী করেন তিনি।
আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৬৬ হাজার ৪ শত ৬৩ ভোট পেয়ে পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই সংসদীয় আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৭ শত ৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।