বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক ও ঢাকার যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাওসার আহমেদকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার নেতারা। আঞ্চলিক শাখা শিক্ষক সমিতির সভাপতি সুনীল বরন হালদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, যুগ্ম সম্পাদক আসাদুল আলম আসাদ, উপদেষ্টা অধ্যক্ষ মো. ফরিদুল আলম, উপদেষ্টা দাশ গুপ্ত আশিষ কুমার, উপদেষ্টা মো. তোফায়েল আহমেদসহ বিভিন্ন উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সাধারন সম্পাদক ও ঢাকাস্থ যাত্রাবাড়ী থানাধীন সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কাওসার আহমেদ কে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। বরিশাল আঞ্চলিক শাখা শিক্ষক সমিতির সভাপতি সুনীলবরন হালদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, যুগ্ম সম্পাদক আসাদুল আলম আসাদ, উপদেষ্টা অথ্যক্ষ মোঃ ফরিদুল আলম,উপদেষ্টা দাশ গুপ্ত আশিষ কুমার, উপদেষ্টা মোঃ তোফায়েল আহমেদ সহ বিভিন্ন উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদক সহ শিক্ষক ও শিক্ষিকা নেতৃবৃন্দ। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।