রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে পালনের প্রস্তূতি নেয়ার সময় বরিশাল সদর উপজেলা বিএনপির ছাত্রদল নেতা আহ্বায়ক মোঃ আবদুল কাদের বরিশাল বিমানবন্দর এলাকার বিদ্যুৎ অফিসের সামনে থেকে এয়ারপোর্টে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ।
এ সময় তাকে সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন জানান, গত কয়েক দিন আগে বরিশাল বিমানবন্দর এলাকার বিদ্যুৎ অফিসের সামনে থেকে গ্রেপ্তারকৃতরা অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।