বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় চট্টগ্রামমুখি লেইনে অভিযান চালিয়ে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো.কফিল উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো.কফিল উদ্দিন ফেনী জেলার সদর থানার মৌটবী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড লস্কর হাট মোল্লা বাড়ির আমিনুল হকের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৫ কেজি গাঁজাসহ মো.কফিল উদ্দিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।