মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্স: আসন্ন বরিশাল সিটি কপোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর কেফায়েত হোসেন রনি। আজ সোমবার বেলা ১২ টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে এই মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় আব্দুস সালাম মাতুব্বর, আবদুর রব মোল্লা, সুলতান মোল্লা, শামীম হোসেন, আবদুর রাজ্জাক,মো ইদ্রিস হাওলাদার, হাবি্ুর রহমান, সাইদুল ইসলাম, খান মোহাম্মদ সাকিল, মাহমুদ সজীব, আমিনুল ইসলাম, সাজু খা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, আমি নির্বাচন করছি পশালপুরের পিছিয়ে পড়া মানুষের জন্য। তারা আমাকে গতবার ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি। মানুষের কাছে থেকে তাদের সুখ দুখের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে নির্বাচিত হলে এলাকার আরো উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি। এদিকে বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত কাউন্সলর সাধারন আসনে ১৭৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।