বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক

Sharing is caring!

নারী যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরন করা যাবেনা

ক্রাইমসিন২৪ : বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেছেন, যাত্রীদের বিশেষ করে নারী যাত্রীদের শ্লীলতাহানি বা তাদের সাথে অসৌজন্যমূলক আচরন করা যাবে না। এজন্য পরিবহন মালিক-শ্রমিক নেতাদের কঠোর হতে হবে এবং এজন্য প্রয়োজনীয় নির্দেশনা আগে থেকেই চালক-শ্রমিকদের দিতে হবে।  এমনকি বাসে নারী যাত্রীদের ওঠানোর জন্য যে হাত ধরে টানাটানি করা হয়, তা থেকেও বিরত থাকতে হবে। যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে যেতে পারেন সেদিকে সবার সমন্বিতভাবে চেষ্টা চালাতে হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহষ্পতিবার (২৩ মে) দুপুরে বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, বরিশাল নদী বন্দরে লঞ্চের তুলনায় টার্মিনালের জায়গা সংকট রয়েছে। পল্টুন কম থাকার কারণে এ সমস্যার ফলে একসাথে ১০ থেকে ১২ টি লঞ্চ বরিশাল নদী বন্দরে নোঙ্গর করতে পারবে না।  তাই অস্থায়ীভাবে যতদ্রুত সম্ভব নতুন পল্টুন সংযোজনের সিদ্ধান্ত নেয়া হয় সভায়। তবে তা সম্ভব না হলে লঞ্চ চলাচলে নিয়ন্ত্রন ব্যবস্থা রেখে সিরিয়াল অনুসারে ঘাট দেয়ার ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া পাতারহাট লঞ্চঘাট ও লক্ষীপুর লঞ্চঘাট এলাকাসহ যে সব জায়গা নাব্যতা সংকট রয়েছে, দ্রুত তা খননের উদ্যোগ নেয়ার জন্য স্থানীয় বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সভার মধ্য দিয়ে বলা হয়।

অপরদিকে নদী পথকে নিরাপদ রাখতে রাতের বেলা মালবাহি ও বালুবাহি জাহাজ চলাচল বন্ধ রাখা এবং ঈদের আগে ও পরে ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত দিনের বেলায় বালুবাহি বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয় সভায়।  পাশাপাশি নৌ-রুটে জাল ফেলা বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়। এজন্য নৌ-পুলিশ, কোষ্টগার্ডসহ সংশ্লিষ্ট সবাইকে তৎপর থাকার পাশাপাশি প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, ভাড়া না বাড়ানো, লঞ্চের চালক-মাষ্টারদের জায়গায় যাত্রী পরিবহন না করা, প্রতিযোগীতায় লিপ্ত না হওয়া, সরু চ্যানেলে (মিয়ারচর) পাশাপাশি দুটি লঞ্চ চলাচল না করা, নদী তীরের সিগনাল বাতিসহ সাংকেতিক চিহ্ন ঠিক রাখা এবং নদীর মাঝে কোন লঞ্চ না থামানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

অপরদিকে সড়ক পথের জন্য সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো, ফিটনেসবিহীন মোটরযান সড়কে চালনা এবং এতে যাত্রী পরিবহন না করা, অনবিজ্ঞ ও লাইসেন্সবিহীন চালক-হেলপার দিয়ে মোটরযান চালনা থেকে বিরত থেকে ওভারলোডে যাত্রী পরিবহন না করা, চালকদের সময়মতো বিশ্রাম নিতে দেয়া, ভাড়া ঠিক রাখা,  মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশ প্রশাসন আলাদা ও যৌথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা।  তবে অযথা যানবাহন থামিয়ে হয়রানিমূলক কোন কর্মকান্ড পরিচালনা করা যাবে না এবং ঈদের আগের ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লড়ি চালনা বন্ধ রাখতে হবে। 

এছাড়া সভা সূত্রে জানাগেছে,  বরিশাল নদী বন্দর, নতুল্লাবাদস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রুপাতলি বাস টার্মিনাল এলাকায় ঈদের আগে ও পরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হবে।  এসব জায়গা ঘিরে নৌ-পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, কোষ্টগার্ড, র‌্যাব সদস্যদের পাশাপাশি স্কাউট, মেরিন ক্যাডেট, আনসার, কমিউনিটি পুলিশ ও তাদের কার্যক্রম পরিচালনা করবে। অপরদিকে দূর্ঘটনা বা অসুস্থ জনিত কারণে যাত্রীদের উদ্ধার ও হাসপাতালে পৌছে দেয়ার বিষয়ে ফায়ার সার্ভিসের টিম মাঠ পর্যায়ে কাজ করবে।  এছাড়া নদী বন্দর ও বাস টার্মিনালে যাত্রীদের বসার জন্য অতিরিক্ত যাত্রীছাউনি নির্মান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।

এদিকে ঈদের আগে মাংসসহ কোন পণ্যের দাম অযথা বাড়ানো যাবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জেলা প্রশাসন, বাজার কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।  পাশাপাশি কোন দোকানে নিষিদ্ধ ৫২ পন্য রাখা যাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD