মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালে ৩ ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। তবে এরমধ্যে ১ ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক জরিমানা দিতে না পারায় তাকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৩ মে) বিকেলে বরিশাল নগরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পৃথকভাবে এসব অভিযান চালায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে নগরের নতুল্লাবাদ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে খাবারে ভেজাল এবং ক্ষতিকারক উপাদান মেশানোর অপরাধে বৈশাখী বিরিয়ানী হাউজের মালিক মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে চমক হোটেলের মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ক্ষতিকারক উপাদান মেশানোর অপরাধে ডে নাইট হোটেলের মালিক ফাইজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার টাকা দিতে অপারগ হওয়ায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।