বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় কাউসার মিয়া নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পিরপুর এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউসার মিয়া (০৭) উপজেলার পিরপুর এলাকার মো. নূরুজ্জামানের ছেলে এবং স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার পিরপুর এলাকার রাস্তায় দাঁড়িয়ে মাটি ভরাট কাজ দেখছিল কাউসার। এ সময় একটি অটোরিকশা পেছনের দিক থেকে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।