শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: রমজানের সময়টা এত দ্রুত কেটে যায়, দেখতে দেখতে ঈদ চলে আসে। ঈদে আমরা চাই নিজেকে সবচেয়ে সুন্দর লাগুক। কিন্তু সৌন্দর্য ধরে রাখতে, ত্বকের রোদে পোড়াভাব বা ব্রণের দাগগুলো সারাতে চাই বাড়তি যত্ন।
ঈদ আসতে এখনো বেশ দেরি, চেষ্টা করুন আজ থেকেই খুব সাধারণভাবে হলেও ত্বকের জন্য একটু যত্ন নিতে। আর এজন্য অনেক সময় বা অর্থ ব্যয় করতে হবে না আপনাকে। দেখুন, রান্নাঘরেই পেয়ে যাবেন, রূপচর্চার সব উপকরণ।
ইফতার তৈরির সামগ্রী দিয়েই করে নিন ত্বকের যত্ন, আর পান পার্লারের দামি ফেসিয়ালের চেয়ে সুন্দর ত্বক:
বেসন-হলুদ
দুই টেবিল চামচ বেসনের সাথে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি দুধ অথবা গোলাপ জল দিয়ে পেস্ট করে নিন।
রোদে পোড়া ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মসুর ডাল-টমেটো
মসুর ডাল বাটার সাথে সমপরিমাণ টমেটো পেস্ট মিলিয়ে নিন। ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মধু ও পাকা পেঁপে
পাকা পেঁপে চটকে নিন। সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। ত্বকে মেখে নিজের কাজগুলো করুন, শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।