সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বিরামপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উত্তম কুমার রায় (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উত্তম কুমার রায় দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের লালমোহন রায়ের ছেলে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, দিনাজপুর থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বগুড়ায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে চালক উত্তম কুমার রায় নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও বিরামপুর থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।