শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : ওজনে কম দেয়া, মেয়াদোত্তীর্ন মানহীন পন্য বিক্রি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের খাদ্য উৎপাদনের অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গৈলা বাজারে পরিচালিত এ অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
যারমধ্যে রুবেল জমাদ্দারের মর্ডান বেকারীকে ৭ হাজার টাকা, গোসাই দাসের শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডারে ৭ হাজার টাকা, সাদিয়া কসমেটিক্স এর মালিক রুবেল সরদারকে ৩ হাজার টাকা, অপর একটি কসমেটিক্স দোকানের মালিক নুরুল ইসলামকে ৩ হাজার টাকা ও মুদি দোকানী আঃ হক সরদারকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।