রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:কাভার্ডভ্যানে করে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে চক্রের মূলহোতা মো. মনির হোসেনকে (৪৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ১৩৬ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, নগদ ৪৩৫ টাকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
সোমবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল রোববার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে কাভার্ডভ্যানের ভেতরে বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৩৬ কেজি গাঁজাসহ মনিরকে আটক করা হয়।
তিনি বলেন, আসামি দীর্ঘদিন যাবত কাভার্ডভ্যানে করে গাঁজা আনা নেওয়া করতেন এবং যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।